হারানো ফেসবুক আইডি কিভাবে ফিরে পাবো ও উপায় সমূহ
অনেকেই জানতে চায় যে হারানো ফেসবুক আইডি কিভাবে ফিরে পাবো, তাই ফেসবুক আইডি যদি হারিয়ে যায় এবং হ্যাক হয় তাহলে কিভাবে উদ্ধার করবেন। চলুন,হারানো এবং হ্যাক হওয়া ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায় সম্পর্কে জেনে নেওয়া যাক।
আমরা অনেকে ফেসবুকের এমন পাসওয়ার্ড দেই যা কিছুদিন পর ভুলে যাই, এজন্য ফেসবুক আইডি অনেক সময় হারিয়ে যায়। তাই হারানো ফেসবুক আইডি কিভাবে ফিরে পাবো এ সম্পর্কে জানতে আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ুন।
পোস্টসূচিপত্রঃহারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায় সমূহ
হারানো ফেসবুক আইডি কিভাবে ফিরে পাবো ও উপায়
এখন আমরা জানবো হারানো ফেসবুক আইডি কিভাবে ফিরে পাবো ও ফিরে পাওয়ার উপায় সমূহ নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
আমাদের প্রায় সবারই ফেসবুক আইডি রয়েছে, সাধারণত যারা বেশি সচেতন নয় তারা হয়তো পাসওয়ার্ড মনে রাখতে পারে না। এর কারণে অনেক সময় ফেসবুক আইডি হারিয়ে যায় এবং অনেকদিন যাবত ব্যবহার না করার কারণে ও দেখা যায় মনে থাকে না। এজন্য তারা ফেসবুক আইডিতে লগইন করতে পারে না।
যাইহোক যারা ফেসবুক আইডি হারিয়ে ফেলেছেন বা পাসওয়ার্ড ফেসবুক অ্যাকাউন্টের নাম্বার ইত্যাদি সকল কিছু ভুলে গেছেন, তাদের জন্য আজকের এই আর্টিকেলটি। তাই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়লে আপনি কোন কিছু ছাড়াই হারানো ফেসবুক আইডি ফিরে পাবেন। চলুন জেনে নেওয়া যাক এর উপায় সমূহ,
১। প্রথমে আপনার যদি অন্য কোন একাউন্ট থাকে তাহলে সেটাতে লগইন করবেন। যদি আপনার আর কোন একাউন্ট না থাকে তাহলে আপনার বন্ধু বান্ধবের ফেসবুক আইডিতে লগইন করবেন।
২। দ্বিতীয়ত লগইন করার পর ফেসবুকের সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন। যদি আপনার এই মুহূর্তে আইডির নাম্বার পাসওয়ার্ড কোন কিছুই মনে নাই তারপরও এখানে সার্চ করবেন।
৩। তারপর আপনার প্রোফাইলে আসবে সেখানে থ্রি ডট আছে ওইখানে ক্লিক করবেন এবং এরপর নিচে দেখবেন আপনার আইডির লিংক আছে সেটা কপি করে নিবেন।
৪। এরপর আপনার google chrome অথবা অন্য কোন ব্রাউজার যদি থাকে সেখানে সার্চ অপশনে গিয়ে Facebook.com লিখে সার্চ দিবেন।
৫। এরপর আপনার সামনে ফেসবুক অপশন আসবে সেখানে লগইন করার জন্য নাম্বার পাসওয়ার্ড প্রয়োজন হবে কিন্তু আপনার তো নাম্বার ইমেইল কোন কিছুই জানা নাই। তাহলে আপনি number or email এই বক্সে যে ফেসবুক আইডির লিংকটা কপি করেছিলেন সেটা এখানে পেস্ট করবেন।
৬। আপনি যে লিঙ্কটা পেস্ট করবেন সেই আইডির মধ্যে অনেক সংখ্যা লেখা থাকতে পারে, তবে আপনি সাবধানে শুধুমাত্র সংখ্যাগুলো রেখে দিয়ে আর বাকি যা কিছু আছে সব ডিলেট করে দিবেন। আইডি সমান যদি সংখ্যা না থাকে তাহলে ইউজারনেম থাকতে পারে, সে ক্ষেত্রে শুধুমাত্র নামটি রেখে দিবেন এবং বাকি অংশ বাদ দিয়ে দিবেন। এই নিয়ম অনুযায়ী যে কারো ফেসবুক আইডি রিকভার করা যাবে।
৭। তারপরে পাসওয়ার্ড এর অপশন আসবে সেখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন কিন্তু পাসওয়ার্ড তো আপনার জানা নেই সে ক্ষেত্রে নিচে Forgot password অপশনে ক্লিক করবেন।
৮। তারপর একটা অপশন আসবে যেখানে নাম্বার অথবা gmail চাইবে সেখানে যদি আপনি নাম্বার অথবা জিমেইল দেন তাহলে ভেরিফিকেশন কোড যাবে ওই নাম্বার অথবা জিমেইলে। তাই আপনার কাছে যদি নাম্বার অথবা gmail কোন একটা থাকে তাহলে দিয়ে সিলেক্ট করবেন এবং Continue বাটনে চাপ দিবেন।
৯। এরপরে আপনার যে সিমের নাম্বার দিয়েছেন সেখানে অথবা ইমেইলে ছয় ডিজিটের একটি কোড যাবে, এরপরে নির্দিষ্ট ঘরে বসিয়ে দিবেন।
১০। তারপর Create new password অপশন দেখা যাবে সেখানে একটি নতুন পাসওয়ার্ড দিয়ে দিবেন। এবং কন্টিনিউ বাটনে চাপ দিবেন এরপর দেখবেন ব্রাউজারে আপনার ফেসবুক আইডিটির লগইন হয়ে যাবে।
১১। এখন আপনার নাম্বার বা পাসওয়ার্ড সবকিছুই পেলেন, এরপর ফেসবুকে অ্যাপ এ চলে যাবেন। তারপর Login your account অপশনে যাবেন, সেখানে নতুন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগনে ক্লিক করবেন।
১২। দেখবেন আপনার ফেসবুক আইডি লগইন হয়ে যাবে, এভাবেই আপনি আপনার হারানো ফেসবুক আইডি ফিরে পাবেন।
হ্যাক হওয়া ফেসবুক আইডি ফিরে পাওয়ার উপায়
ইতিমধ্যে জেনেছেন যে হারানো ফেসবুক আইডি কিভাবে ফিরে পাবো, এখন ফেসবুক হ্যাক হলে কিভাবে সমাধান করা যায় সে সম্পর্কে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।
ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথমে আপনার কাজ হলো পাসওয়ার্ড রিসেট দিয়ে দিবেন। এরপরে আপনি ফেসবুক ওয়েবসাইটে চলে যাবেন, এরপর ফরগট পাসওয়ার্ড যে অপশনটি আছে সেটা সিলেক্ট করবেন। একাউন্টটি চালু করার সময় আপনি যে মোবাইল নাম্বার দিয়েছিলেন বা ইমেইল নাম্বার দিয়েছিলেন সেটা বসিয়ে দিবেন। তারপর মেনু থেকে রিসেট ইয়োর পাসওয়ার্ড সিলেক্ট করবেন। এরপরে নতুন পাসওয়ার্ড তৈরি করে ফেসবুক লগইন করতে পারবেন।
কিন্তু হ্যাকাররা আপনার ফেসবুক আইডি হ্যাক করার পরে একাউন্ট খোলার সময় যে ইমেইল আইডি বা মোবাইল নাম্বার দিয়েছিলেন সেটা পরিবর্তন করে দিতে পারে। সে ক্ষেত্রে কি হবে, এরকম অবস্থাতে প্রথমে আপনি যা করবেন, আইডি হ্যাক হওয়ার সাথে সাথে ফেসবুককে জানাবেন।
তারপর www.facebook.com/hacked এটা কপি করে আপনার ব্রাউজারে ক্লিক করুন, এরপর যেটি আপনার সামনে আসবে সেখানে 'my account is compromised' এই অপশনটি সিলেক্ট করে দিবেন। তারপরে যিনি ব্যবহার করেন তার নাম ইমেইল এড্রেস বা মোবাইল নাম্বার দিয়ে আপনার একাউন্টটি শনাক্ত করতে পারেন।
তারপর সিকিউরিটি চেক নামের একটা অপশন আসবে সেখানে ক্যাপচা যে বিশেষ কোড গুলো থাকবে, সেটা লিখে দিলে ফেসবুক আপনাকে পুরনো পাসওয়ার্ড এবং আরো কিছু তথ্য সংক্রান্ত জিজ্ঞাসা করতে পারে।
আপনি সঠিকভাবে প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিবেন এবং সাবমিট বাটনে সিলেক্ট করলে আপনার অভিযোগটি ফেসবুকের নিকট পৌঁছে যাবে। সাধারণত হ্যাকাররা ফেসবুক আইডি এক্সেস নিয়েই বন্ধু-বান্ধব বা পরিবারের সদস্যদের কাছে অশ্লীল বার্তা ছবি ভিডিও পাঠিয়ে থাকে এবং ব্ল্যাকমেইল করে।
আবার কিছু হ্যাকার আছে যারা পরিচিত লোকজনের কাছ থেকে অর্থ আদায় করে, অর্থ দাবি করে। না হলে খারাপ পোস্ট করবে এরকম হুমকি দেয়। এজন্য আপনার সর্বপ্রথম কাজ হল সবাইকে জানিয়ে দেওয়া যে আপনার ফেসবুক আইডিটা হ্যাক হয়েছে। তাহলে আর কেউ অর্থ দাবি করলেও আপনার বন্ধু বান্ধব কেউ অর্থ বা টাকা পয়সা লেনদেন করবে না।
ফেসবুক আইডি হ্যাক হয়েছে কিনা কিভাবে বুঝবো
অনেকে বুঝতে পারে না যে তার ফেসবুক আইডি হ্যাক হয়েছে, তাই অনেকেই প্রশ্ন করে যে ফেসবুক আইডি হ্যাক হয়েছে কিনা কিভাবে বুঝবো এ সম্পর্কে নিম্নে বর্ণনা হলো।
আপনি সতর্ক থাকা সত্ত্বেও আপনার ফেসবুক একাউন্ট হ্যাক হতে পারে, তাই আপনার ফেসবুক একাউন্ট যে হ্যাক হয়েছে সেটার কিছু লক্ষণ দেখে আপনাকে বুঝতে হবে। এজন্য আপনার ফেসবুক অ্যাকাউন্ট এর লগইন তথ্য দেখে নিতে হবে যে আপনার একাউন্টে কোন অন্য কোন ডিভাইস থেকে ব্যবহার হচ্ছে কিনা।
তাছাড়া লগইন হিস্ট্রি দেখতে পারেন, সেজন্য ফেসবুক একাউন্টে লগইন করে মূল মেনুতে যাওয়ার পরে Setting and privacy এখানে ক্লিক করবেন। তারপরে সেটিং এ ক্লিক করবেন এর পরে Security & Login যাওয়ার পর Where you logged in সেকশনটি দেখে নিবেন।
ওইখানে গিয়ে দেখতে পারবেন আপনার ফেসবুকে কোন ডিভাইস থেকে কোন সময় কোন স্থান থেকে কোন ব্রাউজার থেকে আপনার ফেসবুক একাউন্ট লগইন করা হয়েছে। সকল তথ্যই দেখতে পারবেন, আপনি লগইন করেন নাই এমন ডিভাইস যদি দেখতে পান সে ক্ষেত্রে মনে করবেন যে আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।
যে সকল ডিভাইস দিয়ে আপনার একাউন্টে লগইন করেছে সে সকল ডিভাইসের পাশে Active Now লেখা আসবে। আপনার ওই তালিকাতে প্রতিটা ডিভাইসেই যদি ক্লিক করেন থ্রি ডট মেনুতে গিয়ে আপনার অপরিচিত ডিভাইস গুলো থেকে একাউন্ট লগ আউট করে দিতে পারেন। তাছাড়া একবারে সকল ডিভাইস থেকেই লগ আউট করতে 'Log out of all sessions' এই অপশনটিতে ক্লিক করার সুযোগ আছে।
তাছাড়াও আপনি থার্ড পার্টি টুল ব্যবহার করে ফেসবুক একাউন্ট হ্যাক হয়েছে কিনা সেটা জেনে নিতে পারবেন। এজন্য একটি সাইট হল 'Have I Been Pwned' এই সাইটটিতে ব্যবহার করে আপনি আপনার একাউন্টের ফোন নাম্বার বা ইমেইল দিয়ে pwned? বাটনে ক্লিক করতে পারবেন, এতে আপনার সকল তথ্য পেয়ে যাবেন।
অনেক সময় হ্যাকাররা আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার পর ইমেইল এবং ফোন নাম্বার বদলিয়ে দিয়ে থাকে। সে ক্ষেত্রে ফেসবুক একাউন্টের সেটিংস থেকে আপনি তথ্যগুলো যাচাই করতে পারবেন। হ্যাকাররা পাসওয়ার্ড বদলে যদি দেয় এবং নিজের একাউন্টে লকইন করতে যদি না পারেন তাহলে বন্ধুদের কাছ থেকে জানতে পারবেন।
আপনার ফেসবুক টাইমলাইন কোন অস্বাভাবিক পোস্ট যাচ্ছে কিনা। কাউকে মেসেজ দিয়ে আপনি এই বিষয়গুলো জানতে পারবেন।
মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি বের করার নিয়ম
এখন আমরা জানবো মোবাইল নাম্বার দিয়ে ফেসবুক আইডি বের করার নিয়ম সম্পর্কে, যদি আপনার ফেসবুক আইডি মোবাইল নাম্বার দিয়ে খোলা থাকে সেই ক্ষেত্রে মোবাইল নাম্বার দিয়ে কিভাবে বের করা যায় সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
ফেসবুক আইডি খোলার সময় যদি ভেরিফিকেশন এর জন্য একটি মোবাইল নাম্বার দরকার হয় সে ক্ষেত্রে আইডির সিকিউরিটির জন্য এই ফোন নাম্বার কাজ করে। তাই আপনি যে মোবাইল নাম্বারটা ফেসবুক আইডি খুলেছিলেন সেটা সেই নাম্বার দিয়ে আপনার ফেসবুক আইডি খুজে পাওয়া যাবে। তাহলে কিভাবে এই নাম্বার দিয়ে আপনার ফেসবুক আইডি খুজে পাওয়া যায়, চলুন সেগুলো জেনে নেওয়া যাক।
- Facebook App ওপেন করবেন বা গুগল ক্রোম দিয়ে ভিজিট করবেন m.facebook.com
- Forgot password এই অপশনে যাবেন
- মোবাইল নাম্বার দিয়ে সার্চ করবেন
- আপনার আইডি সিলেক্ট করে নিন
- মোবাইলে যে ভেরিফিকেশন কোড আসবে সেটা দিয়ে দিবেন
- নতুন পাসওয়ার্ড সেট করবেন এরপরে লগইন করবেন।
আশা করি উপরোক্ত নিয়ম অনুযায়ী কাজ করলে মোবাইল নাম্বার দিয়ে আপনি আইডি বের করতে পারবেন। আবার চাইলে আপনি ইমেইলের মাধ্যমেও এই অপশনগুলো থেকে ফেসবুক আইডি ফিরে পেতে পারেন।
ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে করণীয়
অনেকেই ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যায় সে ক্ষেত্রে ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে করণীয় সম্পর্কে আলোচনা করা হলো, চলুন জেনে নেওয়া যাক।
ফেসবুকের অ্যাকাউন্টে পাসওয়ার্ড ভুলে গেলে আবার পুনরায় বের করার জন্য মোবাইল নাম্বার বা ইমেইল ব্যবহার করতে হবে। আপনার অ্যাকাউন্ট যে নাম্বার দিয়ে খোলা হয়েছিল বা ফেসবুক অ্যাকাউন্ট যদি জিমেইল এড করা থাকে। সেই ক্ষেত্রে এগুলো ব্যবহার করেও আপনার ফেসবুক পাসওয়ার্ড বের করতে পারবেন।
প্রথমে আপনার ফেসবুক অ্যাপসে যাবেন এরপরে লগইন অপশনে গিয়ে পাসওয়ার্ড রিকভার এর জন্য Forgotten password অপশনে ক্লিক করবেন। তারপরে আপনি যে নাম্বারটি দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছিলেন সে নাম্বারটি বসাবেন এরপর সার্চ অপশনে ক্লিক করবেন।
তাছাড়া আপনার ফেসবুক একাউন্ট যদি ইমেইলের সাথে এড করা থাকে, সে ক্ষেত্রে ইমেইল নাম্বার দিয়ে পাসওয়ার্ড সংগ্রহ করতে পারবেন। এজন্য Search by your email address or name instead এই অপশনটিতে ক্লিক করে আপনার ইমেইলটি দিয়ে দিবেন।
তাছাড়া আপনার মোবাইল নাম্বার দিয়ে যে ফেসবুক অ্যাকাউন্টটি খুলেছিলেন সেই মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে। সেই কোডটি আপনি যদি এসএমএস এর মাধ্যমে পেতে চান তাহলে সেটা সিলেক্ট করে কন্টিনিউ বাটনে চাপ দিবেন।
আপনার মোবাইল নাম্বারের কোডটি যখন আসবে সে ক্ষেত্রে এই ধাপে বসাবেন এবং কন্টিনিউ বাটনে চাপ দিবেন। যদি হয় তাহলে আপনি পরবর্তী ধাপে চলে যাবেন, সর্বশেষ ধাপে আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন করে নতুন পাসওয়ার্ড বসিয়ে দিবেন। এরপরে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। দেখবেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন হয়ে গেছে। পরবর্তীতে অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য অবশ্যই নতুন করে পাসওয়ার্ডটি তৈরি করে নেবেন।
ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেলে কি করবেন আশা করি আজকের এই পোষ্টের মাধ্যমে জানতে পেরেছেন। উপরে আলোচনা থেকে পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে বের করবেন সেটা জানলেন।
উপসংহারঃ হারানো ফেসবুক আইডি কিভাবে ফিরে পাবো ও উপায় সমূহ
পরিশেষে বলা যায় যে হারানো ফেসবুক আইডি ফিরে পাওয়ার জন্য যে পদক্ষেপগুলো ব্যবহার করতে হবে। সেগুলো উপরে আলোচনা করা হয়েছে, এই পদ্ধতি গুলো যদি আপনি ব্যবহার করতে পারেন। তাহলে আপনার ফেসবুক আইডি ফিরে পাবেন। তাই হারানো ফেসবুক আইডি কিভাবে ফিরে পাওয়া যায়। সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। পোস্টটি যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধু-বান্ধবের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ
এম আর মাহমুদ ওয়েবসাইটের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url